বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হলেন মার্সি টেম্বন

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হলেন মার্সি টেম্বন
বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা মার্সি টেম্বন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন। টেম্বন বড় দায়িত্ব পাওয়ায় এর সুফল বাংলাদেশও পাবে বলে জানায় বিশ্বব্যাংকের ঢাকা অফিস। চলতি মাসেই বাংলাদেশে ছেড়ে ওয়াশিংটন ডিসিতে চলে যাবেন টেম্বন।  শনিবার (৬ আগস্ট) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছেন।

মার্সি মিয়াং টেম্বন ২০১৯ সালের ১ জুলাই বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দেন। ব্যাংক পরিচালনায় সুদক্ষ তিনি। বিভিন্ন দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। এ ছাড়া স্টেক হোল্ডারদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব উন্নয়নে খ্যাতি রয়েছে টেম্বনের। বাংলাদেশের পাশাপাশি ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন মার্সি টেম্বন।

ক্যামেরুনের নাগরিক টেম্বন ২০০০ সালে বিশ্বব্যাংকে শিক্ষা বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন। তখন থেকেই তিনি বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। ইউরোপ ও কেন্দ্রীয় এশিয়া অঞ্চলের নানা দেশে কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন টেম্বন। আফ্রিকা অঞ্চলের বুরুন্ডি, বুরকিনা সারফাঁসোতে বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইকোনমিকস অব এডুকেশনে পিএইচডি করেছেন তিনি। বিশ্বব্যাংকে যোগ দেওয়ার আগে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্সের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া