জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। প্রথম দুই ম্যাচের মতো এবারও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
টানা ব্যর্থতার মাশুল দিয়ে একাদশ থেকে বাদ পড়লেন আলোচিত ডানহাতি ওপেনার মুনিম শাহরিয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অভিষেক করানো হলো আরেক আলোচিত ওপেনার পারভেজ হোসেন ইমনের।
এছাড়া একাদশে পরিবর্তন এসেছে আরও দুইটি। শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের জায়গায় একাদশে এসেছেন নাসুম আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।