আম্পানের হানা, পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত

আম্পানের হানা, পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় আম্পানের জন্য পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার (২০ মে) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস বইছে। দুর্গতদের জন্য জেলায় ৭৫৩টি আশ্রয়কেন্দ্র খালা হয়েছে। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোয় ৩ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন মানুষ আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসক তিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন জানান, ৩ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। নিরাপদে থাকার জন্য লোকজনকে সতর্ক করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খেয়াল রাখা হচ্ছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা বশির আহম্মেদ জানান, পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আম্পান পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সন্ধ্যা নাগাদ এটি আঘাত হানতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু