‘দেশে বিপুল বিনিয়োগের সম্ভাবনা আছে’

‘দেশে বিপুল বিনিয়োগের সম্ভাবনা আছে’
দেশে বিপুল বিনিয়োগের সম্ভাবনা আছে। এটাকে কিভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আমরা উদগ্রীব হয়ে আছি। এজন্য আগামিতে বিভাগীয় শহরের বাহিরেও বিনিয়োগ শিক্ষা কার্যক্রম করার লক্ষে কাজ করছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

শনিবার (৩০ জুলাই) ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’-এ স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ। সভাপতির বক্তব্য রাখবেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানে তিনি বলেন, আমরা প্রায় দেখি গুজবের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন বিনিয়োগকারীরা। এটি বিনিয়োগবান্ধব কোন সিদ্ধান্ত না। আমাদেরকে বিনিয়োগের ক্ষেত্রে সঠিক তথ্য বিচার-বিশ্লেষন করতে হবে।

শামসুদ্দিন আহমেদ বলেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রী বিনিয়োগ শিক্ষার শুরু করেছিলেন। এরপরে সব বিভাগে বিনিয়োগ শিক্ষা নিয়ে সেমিনার আয়োজন করতে পারলেও করোনার কারনে ময়মনসিংহে করতে পারেনি। যা আজকে করতে পেরেছি। এই শিক্ষা কার্যক্রমকে আগামিতে আরো এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করছি।

কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসি’র সাবেক কমিশনার আরিফ খান। বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ‘দ্য স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনভেস্টর’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

ইকরামুল হক টিটু বলেন, ‘আজকে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা কিভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে তা অত্যন্ত সাবলীল ভাষায় তুলে ধরেছেন। এ বিষয়ে বর্তমান সরকার প্রশিক্ষণ ও শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এটা আমরা অর্জন করতে পারলে সকল কাজে সফলতা অর্জন করতে পারব। আজকের অনুষ্ঠানে যেভাবে সুন্দর করে এ সেক্টরে বিনিয়োগের কথা বলা হয়েছে, যদি এ শিক্ষা ও জ্ঞানটুকু বহুপূর্বে আরোহণ করতাম তাহলে ডেস্টিনি ও যুবকের মতো ভুয়া সংগঠন দেশের মানুষের অর্থ কড়ে নিতে পারতো না।’

ময়মনসিংহ সিটি মেয়র বলেন, ‘বাংলাদেশের শেয়ারবাজার শুধু ওঠানামা করে- এটাই আমরা বলে থাকি। কিন্তু এটাই স্বভাবিক। এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব জায়গায় একই অবস্থা বিরাজ করছে। পুঁজিবাজারে কিভাবে বিনিয়োগ করবো, কতদিন করা যায়, কার কাছে করবো, বিনিয়োগকৃত অর্থ কিভাবে আমরা লাভসহ ফেরত পেতে পারি সেসব বিষয়ে আজকে আলোচনা হয়েছে। এতে আমরা বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছি। আমি মনে করি আজকের এ আয়োজন ক্ষুদ্র উদ্যোক্তা বা বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের কষ্টার্জিত অর্থের সঠিক বিনিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ জন্য বিএসইসিকে ধন্যবাদ জানাচ্ছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম, বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো. তারিক আমিন ভুঁইয়া, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও, রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর সাবেক সভাপতি আহমেদ রশীদ লালী, বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিভাগের নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ প্রমুখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ