ভারতের পুঁজিবাজারে ব্যাপক উত্থান

ভারতের পুঁজিবাজারে ব্যাপক উত্থান
চাঙ্গাভাব বিরাজ করছে ভারতে পুঁজিবাজারে। তিন দিনে সূচক বেড়েছে ৪ শতাংশ। এসময় বাজার মূলধনও বেড়েছে।

গত তিন দিনে ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ২৩০১ দশমিক ৭৬ পয়েন্ট বা ৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়েছে। এই সময়ে বিনিয়োগকারীদের সম্মিলিত সম্পদ তথা বিএসই’র বাজারমূলধন বেড়েছে ৯ লাখ ৩ হাজার ৫৭৪ কোটি রুপি। শনিবার দিন শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূরধন দাঁড়িয়েছে ২ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার কোটি রুপি।

তিন কারণে ভারতের পুঁজিবাজার ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করছে দেশটিরঅন্যতম শীর্ষ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মতিলাল অসওয়াল ফিন্যানিয়াল সার্ভিসেসের হেড অব রিসার্চ সিদ্ধার্থ খেমকা।

তার মতে, বিশ্ববাজারে পণ্যমূল্যের নিম্নমুখী ধারা, দেশের বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ভাল মুনাফা ও বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ কমে আসায় বাজার উর্ধমুখী ধারায় ফিরেছে।

এদিকে শুক্রবার (২৯ জুলাই) এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ৭১২ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে ৫৭ হাজার ৫৭০ পয়েন্টে উঠেছে। অন্যদিকে দেশটির অপর পুঁজিবাজার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এর প্রধান মূল্যসূচক নিফটি ৫০ আজ ২২৯ পয়েন্ট বা ১ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ১৭ হাজার ১৫০ পয়েন্ট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া