বড় পতনে ছয় হাজারের নিচে সূচক

বড় পতনে ছয় হাজারের নিচে সূচক
শেয়ারবাজারে মূল্যসূচকের পতন চলছেই। সপ্তাহের শেষ কার্যদিবসে বড় পতনের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৬ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। একই সঙ্গে এদিন লেনদেন কমেছে ৩০০ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার (২৮ জুলাই) এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ আগের দিনের তুলনায় ৫৭ পয়েন্ট কমেছে। ফলে সূচকটি ছয় হাজারের ঘর থেকে নেমে অবস্থান করছে ৫ হাজার ৯৮০ পয়েন্টে।

২০১৭ সালের ৩১ আগস্ট প্রথমবারের মতো ছয় হাজার পয়েন্ট স্পর্শ করেছিল ‘ডিএসই এক্স’। এরপর ২০২১ সালের ২৭ জুন সূচকটি ছয় হাজারের নিচে নামে। তিন মাসে মাথায় গত বছরের ৫ সেপ্টেম্বর সূচকটি সাত হাজারের মাইফলক স্পর্শ করে। আর ১০ অক্টোবর সূচকটি সর্বোচ্চ অবস্থানে যায়। সেদিন লেনদেন শেষে ‘ডিএসই এক্স’ ছিল ৭ হাজার ৩৬৭ পয়েন্টে। আজ বড় পতনের কারণে সূচকটি আবারও ছয় হাজারের নিচে নেমে এসেছে।

প্রধান সূচকের পতনের দিনে ডিএসই’র অপর দুই সূচকেরও পতন হয়েছে। এর মধ্যে শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ আজ ১১ পয়েন্ট কমেছে। আর বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ কমেছে ১৭ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। আজ ডিএসইতে ৪৪১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ২৫টির শেয়ারদর বেড়েছে, বিপরীতে দর হারিয়েছে ৩৩৩টি প্রতিষ্ঠান। আর বাকি ২২টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত