সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান শিল্পী প্রতিমন্ত্রীর

সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান শিল্পী প্রতিমন্ত্রীর
করোনাভাইরাস মোকাবেলায় সমাজের সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। গতকাল রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় নিজ উদ্যোগে জীবাণুনাশক পানি ছিটানো কার্যক্রম পরিচালনাকালে এ আহ্বান জানান তিনি।

করোনা পরিস্থিতি থেকে উত্তরণে জনসচেতনতার কোনো বিকল্প নেই উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু করোনাভাইরাসের সংক্রমণ হতে রক্ষা করবে না, বরং এটি ডেঙ্গুর বিস্তার রোধেও কার্যকর ভূমিকা রাখবে।

এ সময় করোনার সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যুবসমাজের প্রতি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এছাড়া স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব পরিপূর্ণভাবে অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা নির্দেশনা প্রদান করেছেন। এসব নির্দেশনার আলোকে সরকার কাজ করছে। ৩১ দফা নির্দেশনা অনুসরণ করে সবাই যার যার দায়িত্ব পালন করলে করোনা পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ পাওয়া যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি