একদিনেই ১১৬০ আক্রান্ত দক্ষিণ আফ্রিকায়

একদিনেই ১১৬০ আক্রান্ত দক্ষিণ আফ্রিকায়
দক্ষিণ আফ্রিকাতেও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সেখানে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে।

দেশটির জাতীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০ জন। দেশটতে এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ৬০ শতাংশই পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশের।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে মারা গেছে ২৬৪ জন।

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৭ হাজার ছয়জন। সেখানে বর্তমানে করোনার অ্রাক্টিভ কেস ৮ হাজার ২৪৫টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১১৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০ জন এবং তিনজনের মৃত্যু হয়েছে। একদিন আগের হিসাব অনুযায়ী, নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৮৩১ এবং মারা গেছে ১৪ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। প্রথমদিকে দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও এখন বাড়ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া