১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে: মেয়র আতিক

১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে: মেয়র আতিক
১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সোমবার রাজধানীর গুলশানে উত্তর সিটির নগর ভবনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তারা কোরবানির বর্জ্য অপসারণে ২৪ ঘণ্টা চেয়েছিলেন। আমি ১২ ঘণ্টা সময় দিয়েছিলাম। উত্তর সিটি ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, আমাকে অনেকে বলেছিল ২৪ ঘণ্টা রাখি স্যার। যদি ১২ ঘন্টায় করতে পারি এটা প্লাস পয়েন্ট। আমি বলেছি এরকম কাজ করতে চাই না। কেন আমরা ১২ ঘণ্টার জায়গায় ২৪ ঘণ্টা রাখবো?

তিনি জানান, উত্তর সিটি সাড়ে ৬ হাজার বর্জ্য ব্যাগ, ৬০ টন ব্লিচিং পাউডার ও ১০ হাজার ক্যান স্যাভলন নাগরিকদের জন্য বিতরণ করেছে।

মেয়র দাবি করেন, আগে পাড়া মহল্লায় অলিতে-গলিতে পশুর বর্জ্যের জন্য ঢোকা যেত না। এখন সে পরিবেশ নেই। নগরবাসী আমাকে সহযোগিতা করেছেন। দ্রুততম সময়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য নগরবাসী, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়