বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানচলাচল স্বাভাবিক

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানচলাচল স্বাভাবিক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) নেই কোনো যানজট, স্বাভাবিকভাবে চলছে টোল কার্যক্রম।


আজ রোববার ভাঙ্গার বগাইল টোল প্লাজার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবু হোসেন জাকারিয়া গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, 'গত দিনের মতো আজও ৮টি বুথে টোল নেওয়া হচ্ছে। তাই বর্তমানে মহাসড়কে কোনো যানজট নেই।'


আবু হোসেন জাকারিয়া আরও বলেন, 'আমাদের এখানে আপাতত যানজটের কোনো সমস্যা নেই। তবে মাঝে মাঝে চালকদের টোলের ব্যাপারে বোঝাতে সমস্যা হচ্ছে। বিশেষ করে ট্রাকচালকদের ক্ষেত্রে। ট্রাক চালকরা টোল ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। তারা বলেন, এক রাস্তায় কতবার টোল দেব। তাদের বোঝাতে কিছুটা বেগ পোহাতে হচ্ছে।'


ঢাকা থেকে ফরিদপুরগামী বাসের সুপারভাইজার মো. ফারুক হোসেন জানান, তাদের আজ ঢাকা থেকে ফরিদপুর আসার পথে ৩টি টোলাপ্লাজায় (ধলেশ্বরী, পদ্মা সেতু, বগাইল) সব মিলিয়ে টোল দিতে ২ মিনিটের মতো সময় লেগেছে।


তিনি আরও বলেন, 'আমাদের একই বাস ফরিদপুর থেকে আবার বেলা ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। টোলপ্লাজা এমন ফাঁকা থাকলে আমরা সর্বোচ্চ ১০০ মিনিটের মধ্যেই ফরিদপুর থেকে ঢাকায় পৌঁছে যাব।'


ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন বাসের সুপারভাইজার মো. নূর ইসলাম বলেন, 'আজ পুরো মহাসড়ক ফাঁকা। টোলপ্লাজাও ছিল নিরিবিলি। বিদ্যুৎগতিতে টোল দিয়ে চলে এসেছি।'

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু