ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের মালামাল বহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়েকে ট্রলি প্রদান করেছে।
শনিবার (২ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের নিকট ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা আনুষ্ঠানিকভাবে ট্রলি হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।