বন্যাকবলিত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ

বন্যাকবলিত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ
সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি নামছে। বাড়ছে ডায়রিয়া-চর্মরোগসহ নানা ধরনের পানিবাহিত রোগ। এ পর্যন্ত পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৫ জন। সিলেট স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, বন্যার পর এ পর্যন্ত সিলেট জেলায় ২ হাজার ১৮৯ জন, সুনামগঞ্জ জেলায় ৩৮১ জন, হবিগঞ্জ জেলায় ৮০৪ জন ও মৌলভীবাজার জেলায় ৫৬১ জন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ২৭৩ জনই ডায়রিয়ায় আক্রান্ত হন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জ জেলায় ১১৩ জন, হবিগঞ্জ জেলায় ৭২ জন ও মৌলভীবাজার জেলায় ৪১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। চর্মরোগে আক্রান্ত হয়েছেন ৫০ জন।

এর মধ্যে সিলেট জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলায় ২১ জন ও মৌলভীবাজার জেলায় ২৬ জন চর্মরোগে আক্রান্ত হন। চোখের প্রদাহ হয়েছে ১০ জনের। তাদের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ৩ জন ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন। অন্যান্য রোগে আক্রান্তের সংখ্যা ৯৭ জন। এর মধ্যে সিলেট জেলার ২১ জন, হবিগঞ্জ জেলার ৭০ জন ও মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন।

স্বাস্থ্য সিলেট বিভাগের বিভাগীয় সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরে আলম শামীম গণমাধ্যমে বলেন, বন্যার পানি কমার সাথে সাথে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে ৪৩০টি মেডিক্যাল টিম কাজ করছে। আক্রান্ত রোগীদেরকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যাপ্ত পরিমাণে ওষুধ আমাদের কাছে আছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা