মালয়েশিয়ান পাম অয়েলের দাম ১৫% কমেছে

মালয়েশিয়ান পাম অয়েলের দাম ১৫% কমেছে
মালয়েশিয়ান পাম অয়েলের দাম প্রায় ১৫ শতাংশ কমেছে চলতি সপ্তাহে। গত মার্চের মাঝামাঝির পর এবারই সর্বোচ্চ কমল পণ্যটির বাজারদর। মূলত সয়াবিন তেলের দাম কমে যাওয়া ও উৎপাদন বৃদ্ধির কারণে বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য অনুসারে, বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে বাজার আদর্শ পাম অয়েলের দাম ৮৮ রিঙ্গিত বা ১ দশমিক ৮৫ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৪ হাজার ৬৫৬ রিঙ্গিতে (১ হাজার ৫৮ ডলার ১৮ সেন্ট)। কার্যদিবসের শুরুতে পণ্যটির দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে গিয়েছিল। এদিকে চলতি পাম অয়েলের দাম ১৪ দশমিক ৬০ শতাংশ কমেছে। এ নিয়ে টানা তিন সপ্তাহ পণ্যটির দাম কমল।

মালয়েশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশন সম্প্রতি জানায়, ১-২০ জুন পর্যন্ত দেশটিতে পাম অয়েল উৎপাদন গত মাসের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

এদিকে ডালিয়ান এক্সচেঞ্জে সয়াবিন তেলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৩ দশমিক ৩ শতাংশ কমেছে। যেখানে পাম অয়েলের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া