বারভিডার সভাপতি হাবিব উল্লাহ মহাসচিব শহীদুল

বারভিডার সভাপতি হাবিব উল্লাহ মহাসচিব শহীদুল
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) দ্বিবার্ষিক নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে মোহাম্মদ হাবিব উল্লাহ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০২২-২৪ মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল পদে মোহাম্মদ শহীদুল ইসলামও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট পদে মো. আসলাম সেরনিয়াবাত, রিয়াজ রহমান ও মো. গিয়াস উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার পদে মোহাম্মদ আনিছুর রহমান, জয়েন্ট ট্রেজারার পদে মো. সাইফুল আলম, অর্গানাইজিং সেক্রেটারি পদে ডা. হাবিবুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

বারভিডা নির্বাচন বোর্ড ২০২২-২৪-এর চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বারভিডার প্রশাসক ছাদেক আহমদ এবং নির্বাচন বোর্ডের সদস্য তানিয়া ইসলাম ও মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ