Connect with us

পুঁজিবাজার

ওয়ান ব্যাংকের বন্ড অনুমোদন

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

বিনিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি আনসিকিউরিড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল, ফ্লোটিং রেট, সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

মঙ্গলবার (২১ জুন) বিএসইসির ৮২৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১ কোটি টাকা। যা আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেটস ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের মাঝে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ওয়ান ব্যাংকের টায়ার-II মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এই বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত করার শর্তারোপ করা হৃয়েছে।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে: ডিএসই চেয়ারম্যান

Published

on

বিনিয়োগ

পুঁজিবাজারের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বড় বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করা হবে। বিনিয়োগের পথে কোনো বাধা থাকলে সেগুলো দূর করার উদ্যোগ নেওয়া হবে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে তাদের (ডিএসইর) কী কী করণীয় আছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান ডিএসই চেয়ারম্যান।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) নির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাতে ডিএসইর চেয়ারম্যান এসব কথা বলেন।

সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী, সাবেক সভাপতি হাসান ইমাম রুবেলসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। ডিএসইর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মজুমদার, সিনিয়র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং ডিএসইর উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান।

অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ডিএসইর আইটি সক্ষমতা বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। ডিএসইর জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হবে যেন এই আইটি টিমের সক্ষমতা শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও অনন্য হয়ে উঠে।

No description available.

সিএমজেএফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিএসইর সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের নিরিখে পুঁজিবাজার অনেক পিছিয়ে আছে। এই গ্যাপ পূরণ করে বাজারের প্রকৃত সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন ইনোভেটিভ ও ডাইনামিক উপায়ে কাজ করা। গতানুগতিক ধারা ও গতিতে কাজ করে এটি সম্ভব নয়।

ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান সিএমজেএফ সভাপতি। এ বিষয়ে তিনি বলেন, ভালো ভালো কোম্পানি বাজারে আনা গেলে তাদের হাত ধরে নতুন নতুন অসংখ্য বিনিয়োগকারীও আসবে। তাতে বাজারের গভীরতা বাড়বে।

সিএমজেএফের সাবেক প্রেসিডেন্ট হাসান ইমাম রুবেল বলেন, দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ হিসেবে পুঁজিবাজারে ডিএসইর যে ভূমিকা রাখার কথা, গত কয়েক বছর ধরে তারা তা পারছে না বলে মনে হয়। ডিএসইর বড় ভবন হয়েছে, কিন্তু সে অনুপাতে মর্যাদা ও সক্ষমতা বাড়েনি। এসব বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী সাংবাদিকতা ও পুঁজিবাজারের উন্নয়নে এই সংগঠনের ভূমিকা তুলে ধরেন।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ভোলায় আবিষ্কৃত গ্যাস বিপণন করবে ইন্ট্রাকো রিফুয়েলিং

Published

on

বিনিয়োগ

১০ বছরের জন্য ভোলায় আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করে ঢাকার আশাপাশের শিল্প এলাকায় বিপণনের দায়িত্ব পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

বৃহস্পতিবার (৩০ মার্চ) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ইন্ট্রাকোকে এ কাজ দেওয়া হয়।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০ মার্চ) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, ইন্ট্রাকো প্রাথমিকভাবে ৫ এমএমসিএফডি গ্যাস পরিবহন করবে এবং পরবর্তী ২০ এমএমসিএফডি করে গ্যাস কম্প্রেসড করে সিএনজি আকারে পরিবহন করবে ইন্ট্রাকো।

তিনি জানান, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৮তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৩টি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবগুলো প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।

অনুমোদিত এ ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৬ হাজার ৬৯ কোটি ৭১ লাখ ৮ হাজার ৫৬৪ টাকা। মোট অর্থায়নের সম্পূর্ণ অর্থই জিওবি থেকে ব্যয় হবে।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

মিউচুয়াল ফান্ডের বিনিয়োগসীমা বাড়ছে

Published

on

বিনিয়োগ

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির ৮৬২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিএসইসি জানায়, কমিশন সভায় মিউচুয়াল ফান্ডের পুঁজিবাজারের বিনিয়োগসীমা পুননির্ধারণ করা হয়েছে। বর্তমান সীমা শতকরা ষাট ভাগ (৬০ শতাংশ) থেকে বাড়িয়ে আশি ভাগ (৮০ শতাংশ) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ইউনাইটেড এয়ারের আগের পর্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি

Published

on

বিনিয়োগ

শেয়ারবাজারের ওভ্যার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজের পূর্বের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির ৮৬২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিএসইসি জানায়, ইউনাইটেড এয়ারের কার্যক্রমের ওপর সংগঠিত অনুসন্ধান পরবর্তী দাখিলকৃত প্রতিবেদনে তদন্ত কেমিটির সুপারিশ মোতাবেক কোম্পানিটির বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানতে চাইলে বিএসইসির মুখপাত্র মো. রেজাউল করিম অর্থসংবাদকে বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ইউনাইটেড এয়ারওয়েজের আগের পর্ষদের বিষয়টি এনফোর্সমেন্ট বিভাগে স্থানান্তর করা হয়েছে। এনফোর্সমেন্ট বিভাগ থেকে তাদের শোকজ করা হবে, এরপর শুনানি হবে। এনফোর্সমেন্ট বিভাগ থেকে যে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

Published

on

বিনিয়োগ

বে-মেয়াদি ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান আধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে কমিশনের ৮৬২ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা UCB Asset Management Limited’ ৫ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো “UCB Asset Management Limited। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ‘ব্রাক ব্যাংক লিমিটেড।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
বিনিয়োগ
অর্থনীতি15 mins ago

বাসা-বাড়িতে তৈরি ফাস্টফুড ভ্যাটের আওতার আনার দাবি

বিনিয়োগ
আন্তর্জাতিক44 mins ago

মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান

বিনিয়োগ
সারাদেশ1 hour ago

সকালে সৌদি গিয়ে বিকেলে প্রাণ গেল রুক্কু মিয়ার

বিনিয়োগ
খেলাধুলা1 hour ago

আইপিএলের পর্দা উঠছে আজই, মুখোমুখি ধোনি-পান্ডিয়া

বিনিয়োগ
আন্তর্জাতিক2 hours ago

কে এই পর্নো তারকা, যার জন্য দণ্ডের মুখে ট্রাম্প?

বিনিয়োগ
বিনোদন2 hours ago

‘শুধু রুচির নয়, বিবেকের বিকলাঙ্গতা কতটা’

বিনিয়োগ
অর্থনীতি3 hours ago

সঞ্চয়পত্র বিক্রি কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকা

বিনিয়োগ
জাতীয়3 hours ago

কানাডার হাউস অব কমন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস

বিনিয়োগ
রাজধানী3 hours ago

উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশনেই থামছে মেট্রোরেল

বিনিয়োগ
অর্থনীতি4 hours ago

রপ্তানি আয়ে ডলারের দাম আরও বাড়লো

Advertisement
Advertisement