দুই কোটি টাকার স্বর্ণসহ বিমানবন্দরে যাত্রী গ্রেফতার

দুই কোটি টাকার স্বর্ণসহ বিমানবন্দরে যাত্রী গ্রেফতার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ মানিক মিয়া নামের এক যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (২০ জুন) রাত ৯টার দিকে বিমানবন্দরের ৬ নম্বর ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই কেজি ওজনের ২১টি স্বর্ণের বার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দকৃত মোট ২ কেজি ৫৪৫ গ্রাম স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে ১ কোটি ৮০ টাকা মূল্যের স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ মানিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।’

আহমেদুর রেজা বলেন, ‘গ্রেফতার হওয়া মানিক সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯ ৫১০ ফ্লাইটে রাত ৯টা ৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেন। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এনে তাঁর তল্লাশি নেওয়া হয়। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান ও তল্লাশি করে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।’

এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়