সরাসরি কৃষকের কাছে সবজি কিনছে সেনাবাহিনী

সরাসরি কৃষকের কাছে সবজি কিনছে সেনাবাহিনী
দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। কৃষকরা তাদের উৎপাদিত ফসল ঠিকমতো বিক্রি করতে পারছেন না।

ক্ষেতেই অনেকের সবজি পচে নষ্ট হচ্ছে। কৃষকের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে সেনাবাহিনীর সিলেট ক্যান্টনমেন্টের ১৩ ইস্ট বেঙ্গল টিম।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ ইকবালের নেতৃত্বে মঙ্গলবার (১২ মে) হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সরাসরি ক্ষেত থেকে সবজি ক্রয় করেছেন তারা।

করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার অভিযানের পাশাপাশি সেনা সদস্যরা প্রত্যন্ত গ্রামের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের সবজি ক্ষেত সরাসরি সবজি ক্রয় করছেন।

এর ফলে কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজি সহজেই ক্ষেতে বিক্রি করতে পারছেন। এতে তাদের অতিরিক্ত কোনো খরচ হচ্ছে না।

কৃষক আব্দুস সালাম বলেন, সেনাবাহিনীর সদস্যরা এই দুর্দিনে কৃষকদের এমন সহযোগিতা করার কারণে মনোবল ফিরে পেয়েছি। অতিরিক্ত খরচ করতে হলো না, দামও সঠিক পেলাম।

এ বিষয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ ইকবাল বলেন, করোনাভাইরাসের কারণে কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজি সহজে বাজারে তুলতে পারছেন না। তুললেও ক্রেতা কম থাকায় সঠিক মূল্য পাচ্ছেন না। তাই সেনাপ্রধানের নির্দেশে আমরা গ্রামে গিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে শাক-সবজি ক্রয় করছি। এতে করে কৃষকও ভালো মূল্য পাচ্ছেন, পাশাপাশি আমরাও সতেজ শাক-সবজি পাচ্ছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা