টানা বৃষ্টিতে মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টিতে মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত
টানা বর্ষণে মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে মৌলভীবাজার সদর কুলাউড়া, জুড়ী, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার ১০ গ্রামের প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে গ্রামিণ রাস্তাঘাট। কোনো কোনো বাড়ির বসতঘরে পানি ঢুকেছে। ডুবেছে অনেকের সবজিক্ষেত।

অতিবৃষ্টিতে শহর ও গ্রামের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃষ্টির ফলে বিভিন্ন খাল-বিল ও নালা পানি ধারণক্ষমতা হারাচ্ছে। হাওরের জমাট পানি ও খালবিলের পানি উপচে পড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ও খলিলপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের গ্ৰামগুলোও পানিতে তলিয়ে গেছে।

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মারুফ আহমদ গণমাধ্যমে বলেন, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এলাকাজুড়ে পানি বেড়েই চলছে। পানাই নদীর জোয়ারে রাস্তা ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করছে।

সদরের ঘাগুটিয়া গ্রামের সেলিম খান গণমাধ্যমে বলেন, বৃষ্টির পানিতে আমার সবজির বাগান তলিয়ে গেছে। শিম, ঝিঙ্গা বরবটি ও ঢেঁড়সসহ বিভিন্ন ফসল ডুবে গেছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান গণমাধ্যমে বলেন, মৌলভীবাজারের নদ-নদীগুলোর পানি এখন পর্যন্ত বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এক দিনে প্রায় ১৫ সেন্টিমিটার পানি বেড়ে গেছে। যদি উজানের ঢল নেমে আরো কয়েকদিন বৃষ্টিপাত হয় তাহলে এর প্রভাব পড়বে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা