সরকারী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্যানেল ব্রোকার হলো হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেড (এইচএবিএসএল) । সম্প্রতি এইচএবিএসএলের গুলশানের করপোরেট কার্যালয়ে আইসিএবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই করেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী ও এইচএবিএসএলের চেয়ারম্যান রাকিব মোহাম্মদ ফখরুল (রকি)।
প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, প্যানেল ব্রোকিং সেবা ছাড়াও যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে এইচএবিএসএল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে এ সেবা দেবে।