বিজেএসসির গ্রিন ইউনিভার্সিটি সংসদের নেতৃত্বে মেহেদী-জামান

বিজেএসসির গ্রিন ইউনিভার্সিটি সংসদের নেতৃত্বে মেহেদী-জামান
মেহেদী হাসানকে সভাপতি ও মো. আশরাফুজ্জামান সেতুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল

(বিজেএসসি) গ্রিন ইউনিভার্সিটি সংসদের ২০২২-২০২৩ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বিজেএসসি’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. হেদায়েতুল ইসলাম ও সাধারণ তাওসিফ আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাওসার আহমেদ, লিংকন রায়, নিরব হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহমিদ, সানজিদা সাফরিন, সাংগঠনিক সম্পাদক মো. রাজিব মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক হিশাম মাহমুদ।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে শাহরিয়ার হোসেন , অর্থ সম্পাদক পদে আফতাবুন নাহার জ্যোতি, সাংস্কৃতিক সম্পাদক পদে সাদিয়া আফরিন আন্নি, প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

জুবায়ের আহমেদ, মাহমুদুল হাসান আশিক, আবু তালহা, যোবায়ের রহমানকে কমিটিতে কার্যকরী সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, ‘একতাই বল, যোগাযোগই সম্বল’- এই স্লোগানে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ২০১৯ সালের ৫ই ডিসেম্বর থেকে গ্রিন ইউনিভার্সিটিতে বিজেএসসির কার্যক্রম শুরু হয়।

এছাড়াও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস- এই দশটি সরকারি বিশ্ববিদ্যালয়ে বিজেএসসির শাখা রয়েছে।

একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজেএসসির কার্যক্রম চালু রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়