কুসিক নির্বাচন : প্রচার ও প্রতিশ্রুতি নিয়ে ব্যস্ত প্রার্থীরা

কুসিক নির্বাচন : প্রচার ও প্রতিশ্রুতি নিয়ে ব্যস্ত প্রার্থীরা
ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কুসিক নির্বাচনের মাঠ। এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে দিচ্ছেন বিভিন্ন অভিযোগ। এর মধ্যেই চলছে প্রচারণা। প্রচারণার ১৪ তম দিনে সকাল থেকে মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১২টায় নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের টিক্কারচর এলাকায় গণ-সংযোগের মধ্যদিয়ে ১৪ তম দিনের প্রচারণা শুরু করবেন। এর আগে বুধবার (৮ জুন) নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন।

এদিকে সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ১৩ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকা থেকে গণসংযোগ শুরু করার কথা রয়েছে। আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার একই দিন সকাল সাড়ে ১০টায় ১৭ নম্বর ওয়ার্ডের তেলিকোনা চৌমুহনী থেকে গণসংযোগ করবেন।

এছাড়াও ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একাধিক দলে বিভক্ত হয়ে ঘুরছেন পাড়া মহল্লায়।

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা