সার্ককে বাঁচাতে বাংলাদেশের হস্তক্ষেপ চাইলেন মহাসচিব

সার্ককে বাঁচাতে বাংলাদেশের হস্তক্ষেপ চাইলেন মহাসচিব
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে বিদ্যমান জটিলতা থেকে বাঁচাতে বাংলাদেশের সহযোগিতা ও হস্তক্ষেপ চেয়েছেন সংস্থাটির মহাসচিব এসালা উইরাকুন।

সোমবার (৬ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে ঢাকায় সফররত সার্কের মহাসচিব এ সহযোগিতা চান।

বৈঠকে সার্কের বর্তমান কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে মহাসচিবের কাছে জানতে চান শাহরিয়ার আলম। এসময় মহাসচিব দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ স্থাপনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী ধারণা হিসেবে সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের ভূমিকার কথা স্মরণ করেন।

পরে তিনি সার্ক ব্যবস্থার মধ্যে আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন পদ্ধতি সক্রিয় ও অনুপ্রাণিত করতে বাংলাদেশের সদিচ্ছার প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী মহাসচিবকে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে পরামর্শ অব্যাহত রাখার পরামর্শ দেন এবং এই অঞ্চল যে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা মোকাবিলায় সার্ক সহযোগিতাকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিজেদের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির দর্শন নিয়ে ১৯৮৫ সালে যাত্রা শুরু করে সার্ক। ওই বছরের ৭ থেকে ৮ ডিসেম্বর ঢাকা সম্মেলনের মাধ্যমে জোটটি সাংগঠনিক কাঠামো পায়। এর সদরদপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু