ফায়ার সার্ভিসের ৩ কর্মী এখনো নিখোঁজ

ফায়ার সার্ভিসের ৩ কর্মী এখনো নিখোঁজ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪১ জনের মধ্যে নয় জন ফায়ার সার্ভিসকর্মী। ফায়ার সার্ভিসের আরও তিন কর্মী নিখোঁজ রয়েছেন।

আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

প্রথমে তিনি চারজন নিখোঁজের কথা জানান। পরে একটি বার্তায় টিম লিডার ইমরান হোসেন মজুমদারের মরদেহ শনাক্ত হয়েছে বলে জানান।

আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে নিখোঁজ ফায়ার ফাইটারেরা হলেন—মো. রবিউল ইসলাম (ফায়ার ফাইটার), ফরিদুরজ্জামান (ফায়ার ফাইটার), শফিউল ইসলাম (ফায়ার ফাইটার)। রবিউল ইসলামের বাড়ি নওগাঁ জেলার মান্দা, ফরিদুজ্জামানের বাড়ি রংপুরের মিঠাপুকুরে।

ঘটনার পরপর আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণে নিহত নয় ফায়ার সার্ভিস কর্মী হলেন—ফায়ার ফাইটার মো. রানা মিয়া, নার্সি অ্যাচেনডেন্ট মানিরুজ্জামান, ফায়ার ফাইটার আলাউদ্দিন, রমজানুল ইসলাম, সাউদ্দিন কাদের চৌধুরী, সাকিল তরফদার, লিডার নিপন চাকমা, লিডার মিঠু দেওয়ান এবং সর্বশেষ শনাক্ত হওয়া লিডার ইমরান হোসেন মজুমদার।

এদিকে জানা গেছে, রবিউল ইসলামের বাবা ঢাকা এসেছেন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের মর্গে পিঠে দাগ দেখে একটি মরদেহকে নিজের ছেলে বলে ধারণা করছেন। তবে মুখ ঝলসে যাওয়ার নিশ্চিত হওয়া যাচ্ছে না। ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু