করোনাযুদ্ধে বিজয়ী হওয়ার ঘোষণা কেরালার

করোনাযুদ্ধে বিজয়ী হওয়ার ঘোষণা কেরালার
ভারতের প্রথমবার কোভিড-১৯ রোগী শনাক্ত হয় দেশটির কেরালা রাজ্যে। কিছু দিন কেরালায় নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা খুব কম। এছাড়া এখন পর্যন্ত যে ৫০৩ জন রোগী শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৪৮৫ জন চিকিৎসা শেষে সুস্থ। মারা গেছে ৩ জন। চিকিৎসাধানী রোগী রয়েছেন ১৬ জন।

আক্রান্ত কমে যাওয়ায় দেশটির নীতিনির্ধারণী পর্যায়ে উৎফুল্লতা দেখা দিয়েছে। দেশটির সরকারি কর্তৃপক্ষ শনিবার করোনাযুদ্ধে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছে। তবে কোনোভাবেই যাতে করোনার বিস্তার ঘটতে না পারে তাই বিরাজমান কঠোর বিধিনিষেধ জারি থাকবে বলেও জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী পিনরায় বিজয়রনের নেতৃত্বাধীন বামপন্থী সরকারের অর্থমন্ত্রী থমাস আইজ্যাক শনিবার এক টুইট বার্তায় সরকারের পক্ষে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সফল হওয়ার এই ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘রোগী শনাক্ত হওয়ার শততম দিনে কেরালা করোনাকে সংক্রমণের গতিপথ বদলে দিয়েছে।’

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শুক্রবার বলেন ‘গত ৩০ জানুয়ারী কেরালায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর ১০০ দিন পার হয়েছে। সংক্রমণের দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল মার্চ মাসের প্রথম সপ্তাহে। আজ শুক্রবার দুই মাস পর আমরা এই ভাইরাসের গতিপথ পরিবর্তন করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‌‘আমাদের করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার হার গোটা বিশ্বে সর্বোচ্চ। আমরা সংক্রমণের তৃতীয় ধাপ এড়ানোর জন্য সম্ভাব্য সব কিছু করছি, তবে যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি। আগামী দিনগুলিতে আমাদের আরও সতর্ক থাকতে হবে।’

কেরালায় করোনা বিরোধী লড়াইয়ে যে সফলতা আসছে, তার কিছু কারণের মধ্যে ব্যাপকহারে পরীক্ষা, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, সুসংহত চিকিৎসাব্যবস্থা এবং আইনের কঠোরতার মতো বিষয়গুলো অন্যতম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া