রাজধানীতে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

রাজধানীতে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
রাজধানীর মতিঝিল এলাকা থেকে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ মে) রাতে মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো ওমর ফারুক রবিন ও মো. মান্নান।

মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন জানান, জাল টাকা নিয়ে মতিঝিল থানার আরামবাগ পেপার কাটিং দোকানের সামনে দুই ব্যক্তি অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

তিনি বলেন, এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওমর ফারুক নামে এজনকে গ্রেফতার করা হয়। পর তার কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

রাসেল হোসেন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া তথ্য মতে মতিঝিল থানার ফকিরাপুল এলাকা থেকে মান্নান নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়