বিএসইসির সহকারী পরিচালক মেহেদীর লাশ উদ্ধার

বিএসইসির সহকারী পরিচালক মেহেদীর লাশ উদ্ধার
রাজধানীর পান্থপথ থেকে মেহেদী হাসান নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নিহতের নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে, আমরা তা তদন্ত করছি। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তথ্য নেওয়া হচ্ছে। মেহেদীর অতীত ও বর্তমান সম্পর্কে জানা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে অধিকতর তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের বাসায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর রাতেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন মেহেদী। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়