‘আইনশৃঙ্খলার কারণে নির্বাচন ব্যর্থ হলে দায় ডিসি-এসপির’

‘আইনশৃঙ্খলার কারণে নির্বাচন ব্যর্থ হলে দায় ডিসি-এসপির’
আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচন ব্যর্থ হলে দায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি)। আর সফল হলে প্রশংসা তাঁদের। তাই নির্বাচনে আইনশৃঙ্খলার বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (২৯ মে) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।

কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক ছাড়া অন্য ৪ প্রার্থী, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে ইভিএম নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। নির্বাচনের আগে মক ভোটিং হবে। ইভিএম নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের দিন প্রাকৃতিক দুর্যোগ, ঝড়বৃষ্টি হলে সেটি আমরা দেখব।’

প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেন, ‘নির্বাচন কিন্তু যুদ্ধ নয়। লাঠিসোঁটা ও পেশিশক্তি ব্যবহার করে জিততে হবে—এ ধরনের মানসিকতা ত্যাগ করতে হবে। নির্বাচনে কেউ পেশিশক্তির ব্যবহার করলে তাঁর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। এ ধরনের ঘটনা যেন কুমিল্লা সিটি নির্বাচনে না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। আমরা একটি মডেল নির্বাচন করতে চাই। কুমিল্লা একটা মডেল হতে পারে।’

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘নির্বাচন এলে উত্তেজনা ও আবেগ তৈরি হয়। কিন্তু মনে রাখতে হবে, আবেগ যেন যুদ্ধ ও সহিংসতার কারণ না হয়। নির্বাচনে সবাই জয়লাভ করতে পারবে না। ভোটকেন্দ্র আমাদের (নির্বাচন কমিশন) নিয়ন্ত্রণে থাকবে। ইভিএমে পেশিশক্তি ব্যবহারের ক্ষমতা নেই। নির্বাচন আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাই।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়