সুস্থ রোগীরা ফের করোনায় আক্রান্ত হচ্ছে চীনে

সুস্থ রোগীরা ফের করোনায় আক্রান্ত হচ্ছে চীনে
চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে যে নভেল করোনার প্রাদুর্ভাব শুরু হয় তা নিয়ে প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, দেশটিতে যারা মহামারি করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে ৫ থেকে ১৫ শতাংশ রোগী সুস্থ হওয়ার পর ফের কোভিড-১৯ রোগে আক্রান্ত হন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের করোনা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য উন্মোচন করেছেন পিকিং বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিভাগের পরিচালক ওয়াং গুইকিয়াং। তিনি জানান, একেক অঞ্চলে সুস্থ রোগীর পুনরায় আক্রান্ত হওয়ার হার ভিন্ন। যেমন কোথাও এই হার ছিল মাত্র ১ শতাংশ।

পিকিং বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের রিচালক ওয়াং গুইকিয়াং বলেন, ‌বেশিরভাগ সুস্থ রোগী যারা কোভিড-১৯ পজিটিভি পজিটিভ হিসেবে পুনরায় শনাক্ত হয়েছেন তাদের মধ্যে এখনও রোগটির কোনও উপসর্গ দেখা যায়নি। এ নিয়ে উদ্বেগের কথাও জানান তিনি।

মহামারি এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে ফের আক্রান্ত হওয়ার শঙ্কা বেড়েছে চীনে। তবে এটা কেন হচ্ছে এ নিয়ে গবেষক, চিকিৎসক ও বিজ্ঞানীরা এখনো তেমন কোনো উপসংহারে পৌঁছাতে পারেননি। যদিও অনেকের ধারণা, করোনা পরীক্ষার ফলাফলে অসঙ্গতির কারণেও এমনটা হতে পারে।

করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্য অনুসারে, প্রাদুর্ভাব শুরুর পর চীনে এখন পর্যন্ত ৮২ হাজার ৮৮৭ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭৮ হাজার ৪৬ জন চিকিৎসা শেষে সুস্থ ও ৪ হাজার ৬৩৩ জন মারা গেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া