পদ্মা সেতুর সংযোগ সড়কে কাজ পেলো পিডিএল

পদ্মা সেতুর সংযোগ সড়কে কাজ পেলো পিডিএল
পদ্মা সেতুর সংযোগ সড়ক ও অ্যাসফল্ট নির্মাণের কাজ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। পদ্মা সেতু নির্মাণের মূল ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের সাথে প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের সংযোগ সড়ক নির্মাণ করবে আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড।

গত ৩০ এপ্রিল ঢাকায় প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাজহারুল ইসলাম ও চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক সেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের প্রকল্প পরিচালক এটিএম নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

মাজহারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের স্বপ্নের স্থাপনা পদ্মা সেতু। আর এ সেতু নির্মাণে অংশীদার হতে পেরে আমরা গর্বিত’।

তিনি বলেন, ‘বর্তমানে পদ্মা রেলসেতু প্রকল্পের সাথে যুক্ত রয়েছে প্রপার্টি ডেভেলপমেন্ট। এর আগে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের অংশবিশেষ সফলভাবে নির্মাণ সম্পন্ন করে প্রতিষ্ঠানটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু