অবশেষে লঙ্কান শিবিরে এবাদতের আঘাত

অবশেষে লঙ্কান শিবিরে এবাদতের আঘাত
দুই ওপেনার দিমুথ করুনারাত্নে ও ওশাদা ফার্নান্দো বেশ ভোগাচ্ছিলেন বাংলাদেশকে। কিছুতেই এই জুটি ভাঙতে পারছিলেন না তাইজুল, এবাদত, খালেদরা।

দেখেশুনে খেলে তারা কাটিয়ে দেন ২৫ ওভার। ওপেনিং জুটিতেই প্রায় শতরান *(৯৫) ছুঁয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। অবশেষে এই জুটিটি ভাঙলেন এবাদত হোসেন।

ইনিংসের ২৬তম ওভারে এবাদতকে শরীরের বাইরে খেলতে গিয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হয়েছেন ওসাদা। ৯১ বলে ৮ বাউন্ডারি আর ২ ছক্কায় লঙ্কান ওপেনার করেন ৫৭ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৯৫ রান। দিমুথ করুনারত্নে ৩৭ আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরা কুশল মেন্ডিস শূন্য রানে অপরাজিত আছেন।

এর আগে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে প্রায় ওয়ানডে মেজাজেই ব্যাট করেন লঙ্কান দুই ওপেনার ওসাদা আর করুনারত্নে। যার সুবাদে দ্বিতীয় সেশনের পুরোটাই আধিপত্য বিস্তার করতে পেরেছে লঙ্কানরা।

লঙ্কানদের দাপট দেখানো এই সেশনে আলোচনায় ছিল ‘আম্পায়ার্স কল’। প্রথম ওভারেই ভেঙে গিয়েছিল লঙ্কানদের উদ্বোধনী জুটি। তবে রিভিউয়ের মাধ্যমে সিদ্ধান্ত বদলে নেয় শ্রীলঙ্কা। এরপর আরও একবার বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউয়ে দেখা যায়, আম্পায়ার্স কলের কারণে উইকেটটি পাচ্ছে না বাংলাদেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়