মুশি-লিটনের প্রতিরোধে চা বিরতিতে বাংলাদেশ

মুশি-লিটনের প্রতিরোধে চা বিরতিতে বাংলাদেশ
ভয়াবহ বিপর্যয়ে দিন শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এ দুজনের ব্যাক টু ব্যাক শতরানের জুটিতে বাংলাদেশ দলও পেয়েছে স্বস্তির সুবাতাস। দলকে বিপদ থেকে উদ্ধার করে দুজনই হাঁকিয়েছেন ব্যক্তিগত ফিফটি। তাদের ব্যাটে লড়ছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন চা পানের বিরতি পর্যন্ত ৫৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৩ রান। ষষ্ঠ উইকেট জুটির সংগ্রহ দাঁড়িয়েছে ১২৯ রান। এ নিয়ে চতুর্থবারের মতো টেস্টে শতরানের জুটি গড়লেন মুশফিক ও লিটন। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচেও এ দুজনের ছিলো ১৬৫ রানের জুটি।


দুই লঙ্কান পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর তোপে ইনিংসের সপ্তম ওভারের মধ্যে সাজঘরে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটার। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। মাত্র পাঁচ টেস্টের ক্যারিয়ারে জয়ের এটি চতুর্থ ডাক।

তার দেখানো পথে হাঁটতে সময় নেননি তামিম ইকবাল (০), নাজমুল হোসেন শান্ত (৮), মুমিনুল হক (৯) ও সাকিব আল হাসানরা (০)। মাত্র ২৪ রানে কিংবা সপ্তম ওভারের মধ্যে পাঁচ উইকেট পতনের নজির আগেও ছিল বাংলাদেশের। তাই এ অভিজ্ঞতা মোটেও নতুন নয় টাইগারদের জন্য।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়