ইতালিতে করোনাভাইরাসে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

ইতালিতে করোনাভাইরাসে মৃত্যু ৩০ হাজার ছাড়াল
ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সর্বশেষ হিসাবে ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইতালিতে মৃতের সংখ্যা সর্বোচ্চে পৌছঁল।

বিবিসি জানায়, শুক্রবার ইতালি নতুন ২৪৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২০১ জনে।

আর নতুন ১ হাজার ৩২৭ জন আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২১৭,১৮৫ জনে দাঁড়িয়েছে।

বিশ্বে সরকারি হিসাবে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পরই ইতালির অবস্থান।

যুক্তরাজ্যে গত বুধবার মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। স্পেন ২৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে ইউরোপে তৃতীয় অবস্থানে আছে।

ফেব্রুয়ারিতে ইউরোপে করোনাভাইরাস হানা দেওয়ার পর ইতালিই প্রথম লকডাউন জারি করেছিল। এখন দেশটি লকডাউন শিথিল করতে শুরু করেছে। যদিও স্কুল, সিনেমাহল, দোকান, বার রেস্টুরেন্ট এখনো বন্ধ রাখা হচ্ছে এবং জনমসমাগমেও নিষেধাজ্ঞা রয়েছে।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ইতালিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। শুক্রবার ইতালিতে নতুন ২৪৩ জনের মৃত্যু হলেও এর আগের দিনের চেয়ে তা কম। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ২৭৪।

আবার দৈনিক আক্রান্তের দিক দিয়েও বৃস্পতিবারের ১,৪০১ জনের তুলনায় শুক্রবার কম সংখ্যক (১,৩২৭) মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীনে থাকা রোগীর সংখ্যাও দিন দিন কমছে।ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা রোগীর সংখ্যা বৃহস্পতিবারের ১,৩১১ থেকে শুক্রবার কমে হয়েছে ১,১৬৮ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া