পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থ বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য সাড়ে ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।
গত ৬ মার্চ, ২০২২ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছিলো।