দেশের বাইরে স্বপ্ন’র এক্সপোর্ট যাত্রা শুরু

দেশের বাইরে স্বপ্ন’র এক্সপোর্ট যাত্রা শুরু
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এবার দেশের বাইরে এক্সপোর্ট যাত্রা শুরু করেছে। গত ৩১শে মার্চ স্বপ্ন তার এক্সপোর্ট যাত্রা শুরু করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বপ্ন’ প্রথম কনসাইটমেন্টে পটল, ঢেড়শ, কাঁচা আম, আলু, করলাসহ ২৬ ধরনের সবজি ও ফল হংকংয়ে এক্সপোর্ট করে। গত রোববার ১৫ই মে স্বপ্ন দ্বিতীয় এক্সপোর্টটি করে। এরমধ্যে স্বপ্নের গ্লোবাল গ্যাপ সার্টিফাইড লাউও আছে।

স্বপ্ন’র এক্সপোর্ট ইনিশিয়েটিভের অ্যাডভাইজার ও টিম লিডার সাইফুল আলম বলেন, গত ৩১ শে মার্চ স্বপ্ন এক্সপোর্ট শুরু করে। গত রবিবার যে এক্সপোর্ট হংকং মার্কেটে করা হয় তার মধ্যে স্বপ্ন’র গ্লোবাল গ্যাপ সার্টিফাইড লাউ রয়েছে।

এছাড়া সাতক্ষীরার ১০০ কেজি আম পাঠানো হয়। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া আমের এক্সপোর্টে সহযোগিতা করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার রিটেইল ক্যাটাগরিতে স্বপ্ন প্রথম ও একমাত্র গ্লোবাল গ্যাপের মেম্বার। স্বপ্নর গ্লোবাল গ্যাপ উদ্যোগে ইউএসএআইডি বিশেষ সহযোগিতা করেছে। এখন থেকে আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সাত ধরনের পণ্য ‘স্বপ্ন’ রপ্তানি করতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন