সুইডেনে করোনায় মৃত্যু ৩ হাজার ছাড়াল

সুইডেনে করোনায় মৃত্যু ৩ হাজার ছাড়াল
করোনাভাইরাস অতি সংক্রামক। মানুষের সংস্পর্শে আসার মাধ্যমে এর দ্রুত ও ব্যাপক বিস্তার ঘটে। তাই বিশ্বজুরে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন রয়েছে ৩০০ কোটিরও বেশি মানুষ। অথচ এর ব্যতিক্রম ইউরোপের সুইডেনে কখনোই লকডাউন ঘোষণা করা হয়নি।

এ কারণে প্রথম দিকে অনেকে করোনা প্রতিরোধে সুইডেনের সাফল্যের গুণগান শোনা যাচ্ছিল। কিন্তু সেই সাফল্য প্রাণহানিতে চাপা পড়েছে। কেননা দেশটির পাবলিক হেলথ এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে, সুইডেনে মহামারি করোনায় প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন ৩ হাজার ৪০ জন।

তবে প্রাদুর্ভাব শুরুর পর ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সংক্রমণ অতটা ব্যাপকহারে ছড়িয়ে পড়েনি। যদিও দেশটির লোকসংখ্যা কম অনেক কম তা সত্ত্বেও সুইডেনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬২৩ জন। প্রতিনিয়ত এ সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে দেশটিতে।

ইউরোপের অন্যান্য দেশ যখন সামাজিক দূরত্বসহ মানুষকে ঘরবন্দি করে রাখার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে তখন সুইডনে মানুষ দিব্যি বাড়ির ঘুরে বেড়াচ্ছিলেন। প্রথমদিকে সংক্রমণ কম থাকায় অনেকে দেশটির সরকারের প্রশংসা করলেও পরিস্থিতি এখন ভিন্নদিকে মোড় নিয়েছে। ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া