মানসম্মত পণ্য দিয়ে আন্তর্জাতিক বাজার ধরতে হবে : এফবিসিসিআই সভাপতি

মানসম্মত পণ্য দিয়ে আন্তর্জাতিক বাজার ধরতে হবে : এফবিসিসিআই সভাপতি


মানসম্মত পণ্য তৈরি করতে পারলে আন্তর্জাতিক বাজারে ইলেকট্রিক্যাল পণ্য পৌঁছে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। সেই সাথে বিশ্ববাজার ধরতে হলে পণ্যের যথাযথ মান নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি।

শনিবার (১৪ মে) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস মার্চেন্ডাইজ শীর্ষক এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সভায় তিনি এ তাগিদ দেন।

মো. জসিম উদ্দিন বলেন, এক সময় ইলেকট্রিক্যাল পণ্য আমদানি করতে হতো। এখন প্রায় ৮০ শতাংশই দেশে তৈরি হয়। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স খাতের প্রসারের জন্য কমপ্লায়েন্স একটি বড় ইস্যু। মানসম্মত পণ্য তৈরি করতে পারলে বিশ্ববাজারে ইলেকট্রিক্যাল পণ্য পৌঁছে দেওয়া সম্ভব।

তিনি বলেন, ছোট ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে নীতিমালা তৈরিতে আমাদের সহযোগিতা করতে হবে। শুধুমাত্র নিজস্ব ব্যবসার উন্নতি হিসাব না করে পুরো খাতের উন্নয়নে কাজ করতে হবে।

এ সময় ব্যাকওয়ার্ড লিংকেজ প্রতিষ্ঠায় জোর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মো. জসিম উদ্দিন।

 


আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ