ঋণ পরিশোধে শ্রীলঙ্কাকে আরও এক বছর সময় দিলো বাংলাদেশ

ঋণ পরিশোধে শ্রীলঙ্কাকে আরও এক বছর সময় দিলো বাংলাদেশ
ঋণ পরিশোধে শ্রীলঙ্কাকে আরও এক বছর সময় দিলো বাংলাদেশ। চরম অর্থনৈতিক সংকটে থাকায় শ্রীলঙ্কাকে এ সময় দিলো বাংলাদেশ ব্যাংক। রোববার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

অর্থনৈতিক সঙ্কটে কাটিয়ে উঠতে শ্রীলঙ্কাকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ঋণ দেওয়া হয়েছিল।


গত ১৮ আগস্ট বাংলাদেশ প্রথম কিস্তিতে শ্রীলঙ্কাকে ৫০ মিলিয়ন ডলার দিয়েছে এবং দ্বিতীয় কিস্তিতে আরও ১০০ মিলিয়ন ডলার পাঠিয়েছে গত ৩০ আগস্ট। পরে আবার ৪০ মিলিয়ন ডলার দেওয়া হয়।


প্রথম কিস্তি পরিশোধ করার জন্য শ্রীলঙ্কাকে তিন মাস সময় দেওয়া হয় এবং এসময় সুদের হার ছিল লাইবর+২ শতাংশ। লাইবর বা লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে স্বল্পমেয়াদে ঋণ দেওয়ার জন্য প্রচলিত সুদের হার।


প্রথম তিন মাসে ঋণ শোধ করতে না পারায় শ্রীলঙ্কাকে আরও তিন মাস সময় দেওয়া হয়েছে। তবে দ্বিতীয়বারের তিন মাসেও সুদের হার সমান রাখা হয়েছে। তবে নতুন করে ছয় মাসের সময় দেওয়া হয়েছে। যার সুদহার হবে লাইবর+২.৫ শতাংশ।


এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, শ্রীলঙ্কার ৫০ মিলিয়ন পরিশোধের সময় আগামী ১৮ মে। ১০০ মিলিয়ন পরিশোধের সময় ৩১ মে ও বাকি ৫০ মিলিয়ন পরিশোধের সময় ১২ জুন। তবে দেশটির সংকটকালীন সময় বিবেচনায় নিয়ে নতুন করে আরও এক বছর সময় বাড়ানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ