২০৫০ সালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান হতে পারে ২৩তম

২০৫০ সালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান হতে পারে ২৩তম
প্রাইসওয়াটার হাউস কুপারসের (পিডব্লিউসি) এক প্রতিবেদনে বলা হচ্ছে জিডিপি ও পাওয়ার প্যারিটি (পিপিপি) ওপর নির্ভর করে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ২৩তম হতে পারে। এর আগে ২০৩০ সালে বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতি ২৮ তম হতে পারে।

এছাড়া ২০৫০ সালের মধ্যে পাকিস্তানের অর্থনীতি ১৬তম বৃহত্তম হতে পারে। তবে গড় প্রকৃত জিডিপি বৃদ্ধির দিক থেকে ২০৫০ সালে ভিয়েতনাম, ভারত, বাংলাদেশের পরই থাকবে পাকিস্তান।

একই সময়ে ভিয়েতনাম, ভারত ও বাংলাদেশ বিশ্বের তিনটি দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসাবে দাঁড়াবে। এ তিনটি দেশের গড় প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী ২০৫০ ইতালি এবং কানাডাকে ছাড়িয়ে যাবে মিসর ও পাকিস্তানের অর্থনীতি। যা বর্তমানে যথাক্রমে ১২ এবং ১৭তম স্থানে আছে।

এ সময়ে ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ইইউ দেশগুলোর প্রবৃদ্ধির গড় হারকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইন্দোনেশিয়া, ব্রাজিল ও মেক্সিকোর মত উদীয়মান অর্থনীতি সম্ভবত যুক্তরাজ্য ও ফ্রান্সের চেয়ে বড় হবে।

পিডব্লিউসি সদর দপ্তর লন্ডনে এবং ‘বিগ ফোর’ অডিটরদের মধ্যে বিবেচিত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ