আমিরাতের বহুতল ভবনে ভয়াবহ আগুন

আমিরাতের বহুতল ভবনে ভয়াবহ আগুন
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের আকাশচুম্বী ভবন অ্যাবকো টাওয়ারে লাগা ভয়াবহ আগুনে অন্তত ৭ জন আহত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে ভবনের ১১ তলায় আগুন লাগলেও পড়ে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বিবিসি জানিয়েছে, শত শত অগ্নিনির্বাপণ কর্মী আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। শতাধিক মেশিন দিয়ে পানি ছিটানো হয়, ব্যবহার করা হয় ড্রোন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় কর্তৃপক্ষ।

এছাড়া ওই ভবনের নিচ তলায় পার্কিং করে রাখা বেশকিছু গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। দমকল বাহিনী এই অগ্নিকাণ্ডকে শুধু দুর্ঘটনা নয় মারাত্মক বিপর্যয় হিসেবে অভিহিত করেছে।

৪৮ তলা বিশিষ্ট ওই ভবনে কিভাবে আগুন লাগল সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি শারজাহ ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা। বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার আশঙ্কায় শারজাহ টাওয়ার নামে পরিচিত ওই ভবনটির আশপাশের পাঁচটি ভবনও খালি করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া