নারায়ণগঞ্জে ৫৭ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

নারায়ণগঞ্জে ৫৭ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত
নারায়ণগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন। আরও পাঁচজনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। দ্রুতসময়ে সুস্থতার ছাড়পত্র পাবেন তারাও।

মঙ্গলবার (০৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ (এসপি) সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

এসপি বলেন, এখন পর্যন্ত জেলা পুলিশের ৫৭ জন সদস্য কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন সুস্থ হয়ে উঠেছেন। আরও পাঁচজনের পরবর্তী করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। কয়েকদিনের মধ্যে সুস্থতার ছাড়পত্র পাবেন তারাও।

তিনি আরও বলেন, আক্রান্তরা জেলা পুলিশ লাইনস, ফতুল্লা স্টেডিয়ামের আইসোলেশন সেন্টার ও ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। অনেকেই আবার নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তবে সবার শারীরিক অবস্থা ভালো আছে। দ্রুত সুস্থ হয়ে উঠবেন সবাই।

নারায়ণগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে নতুন আক্রান্ত রোগীর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় ৫১ জনের মৃত্যু হলো।

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২০ জন। এতে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৭৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন আরও ১০ জন। সবমিলিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৮ জন। মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়