২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হচ্ছে

২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হচ্ছে
আসন্ন ঈদুল ফিতরের আগে বাজারে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের প্রায় এক সপ্তাহ আগে টাকা বাজারে ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ঈদের আগে আমরা ২৫,০০০ কোটি টাকা বাজারে ছাড়ার লক্ষ্য নির্ধারণ করেছি। প্রাথমিকভাবে ২২ হাজার কোটি টাকা ছাড়া হবে। কেন্দ্রীয় ব্যাংক গত বছর ১৮ হাজার কোটি টাকা ছেড়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে বাজারে নতুন টাকা ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে যাতে পুরনো নোটগুলো তুলে নিয়ে নতুন নোট প্রতিস্থাপন করা যায়।

চীনের উদাহরণ তুলে ধরে তারা বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরে চীন বাজারে প্রায় ৬০ হাজার কোটি ইউয়ান প্রত্যাহার করে নেয় এবং বাজারে নতুন নোট ছাড়ে। তবে এ ধারণা প্রত্যাখ্যান করে দিয়ে সিরাজুল বলেন, এ জাতীয় কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। নতুন নোট প্রকাশের মাধ্যমে পুরনো নোট প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই।

কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা পরিচালন বিভাগ জানিয়েছে, নতুন নোটগুলোর মধ্যে ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা, ৫০ টাকা, ২০ টাকা এবং ১০ টাকা অন্তর্ভুক্ত থাকবে। এ নোটগুলোর মধ্যে, বাজারে একেবারে নতুন ২০০ টাকার নোট প্রকাশ করবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে ও মুজিব বছর উপলক্ষে বাজারে ২০০ টাকার নতুন নোট প্রকাশ করবে বলে আগেই তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ভোল্টে যথেষ্ট পরিমাণে ১০০০ টাকার নোট থাকায় এ নোট মুদ্রণের প্রয়োজন হবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা