অন্যান্য
বঙ্গবন্ধুর সমবায় দর্শন নিয়ে সমবায় অধিদপ্তরের ‘বঙ্গবন্ধু ও সমবায় : একটি ঐতিহ্য অনুসন্ধান’

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণমুখী সমবায় দর্শন এখনো প্রাসঙ্গিক। তার সেই দর্শনে ছিল কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি, সম্পদের সুষম বণ্টন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে বদলে দেওয়ার লক্ষ্য।
সমবায় নিয়ে বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা তুলে ধরতে সমবায় অধিদপ্তরের সম্পাদিত ‘বঙ্গবন্ধু ও সমবায়: একটি ঐতিহ্য অনুসন্ধান’ গবেষণা গ্রন্থে এসব বিষয় উঠে এসেছে। মুজিববর্ষে শ্রদ্ধাঞ্জলি হিসেবে স্মারকগ্রন্থটি প্রকাশ করেছে সমবায় অধিদপ্তর।
বইটির অনুসন্ধানে উঠে এসেছে, সমবায় আন্দোলনের অনেক দুর্লভ ঐতিহাসিক দলিলাদি ও তথ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়মনস্ক চিন্তক ও প্রয়োগকারী ছিলেন বলেও গুরুত্বপূর্ণ তথ্য এতে সংযোজন করা হয়েছে।
১৯৭১ সালের ৭ মার্চ ভাষণে বঙ্গবন্ধু জনগণের উদ্দেশে যে ৩৫টি নির্দেশনা দিয়েছিলেন তার একটিতে উঠে আসে সমবায় বিষয়ক প্রতিষ্ঠানসমূহ চালু রাখার কথা। সে নির্দেশনাটি ছিল, ‘পূর্ব পাকিস্তান সমবায় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক ও তার অঙ্গ সংস্থাগুলো থানা সমবায় সমিতি এবং অন্যান্য সমবায় সংস্থা থেকে কৃষি ঋণ দেওয়া অব্যাহত থাকবে।’
এ তথ্য নিশ্চিত করতে বইটিতে দৈনিক পূর্বদেশ পত্রিকায় ১৫ মার্চ ১৯৭১ সালের সংখ্যা ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র: দ্বিতীয় খণ্ডের ৭৩৯ থেকে ৭৪৬নং পৃষ্ঠায় থাকা তথ্যসূত্র যোগ করা হয়েছে।
বঙ্গবন্ধু নিজেও পাটগাতী ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (পাটগাতী ইউসিএমপিস) এর একজন সদস্য ছিলেন- এমন তথ্য ইতিহাস ঘেঁটে এ বইটিতে তুলে ধরা হয়।
বইটিতে মুক্তিযুদ্ধের সময়কালীন দেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও টিকে থাকা এবং গ্রামকে স্বয়ম্ভর করার জন্য যুব প্রশিক্ষণের কথাও উঠে এসেছে। গ্রাম পঞ্চায়েত কাঠামোর আর্থ-সামাজিক স্বয়ম্ভরতা অর্জনের লক্ষ্যে ও রিসোর্স নোটের ‘কার্যক্রম’ ও ‘অর্থব্যবস্থা’ অনুচ্ছেদে ‘সমবায়’ এর বিষয়টি তুলে তরা হয়েছে বইয়ে।
কার্যক্রমের প্রথম দফাতেই উল্লেখ করা হয়, ‘গ্রামের আত্মনির্ভরশীলতা বাড়িয়ে তোলার সব কাজে, বিশেষত দুর্ভিক্ষ এবং অরাজকতা দমনের কাজে, আবালবৃদ্ধবনিতা গ্রামবাসীর সব সম্ভাব্য পরিশ্রম এবং সমবায় যতদূর সম্ভব বাড়াতে হবে।’
সমবায় অধিদপ্তর কর্তৃক সম্পাদিত এ গবেষণা গ্রন্থের উপদেষ্টা হিসেবে ছিলেন সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
পৃষ্ঠপোষক ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এনডিসি ও সচিব মো. মশিউর রহমান, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মো. আহসান কবীর।
বইটির গবেষণা পরিচালক ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব হরিদাস ঠাকুর। এছাড়া গবেষক হিসেবে কাজ করেছেন সমবায় অধিদপ্তরের যুগ্মনিবন্ধক মো. জিল্লুর রহমান ও সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের।
বঙ্গবন্ধুর সমবায় দর্শন এবং সমবায় ঐতিহ্য সংক্রান্ত অনেক তথ্য, দলিল ও চিত্র এ গ্রন্থে পাওয়া যাবে। দুর্লভ এসব তথ্য, চিত্র ও দলিলাদি ‘বঙ্গবন্ধু ও সমবায়: একটি ঐতিহ্য অনুসন্ধান’ গ্রন্থটি পাঠকের কাছে বিশেষ গুরুত্ব রাখে। গতিয়া প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন থেকে মুদ্রিত বইটির প্রচ্ছদ করেছেন অরূপ মান্দী। মূল্য ৫০০ টাকা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য
শুক্রবার চালু হচ্ছে পাসপোর্ট হেল্প লাইন

নাগরিকদের কাঙ্খিত পাসপোর্ট সেবা নিশ্চিতে ও চলমান ভোগান্তি লাঘবে শুক্রবার (৩১ মার্চ) থেকে বিশেষ কল সেন্টার চালু করতে যাচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের অভ্যন্তরে ১৬৪৪৫ নাম্বারে এবং বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ নাম্বারে কল করলে পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে। এতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ও ই-পাসপোর্টের আবেদন সংক্রান্ত বিষয়ে হালনাগাদ তথ্য পাবেন সেবাপ্রার্থীরা।
কল সেন্টার খোলা থাকবে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা। তথ্য দেয়ার জন্য প্রতি শিফটে ১৬ জন কল সেন্টার প্রতিনিধি (এজেন্ট) মাইক্রোফোন হাতে সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
রমজানে সুস্থ থাকার উপায়

রমজানে সুস্থ থাকার উপায়
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
আমদানি করলে গরুর মাংসের দাম কমবে: এফবিসিসিআই সভাপতি

আমদানি করলে গরুর মাংসের দাম কমবে বলে জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি, মজুদ, সরবরাহ, বাজার পরিস্থিতি, ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) এফবিসিসিআই হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা আইন মেনে ব্যবসা করবো। সরকার আইন তৈরি করলে তার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকা উচিৎ। ভোজ্যতেল, খেজুর, তেল, চিনিসহ ৬ ধরণের পণ্য সর্বোচ্চ মজুদ রয়েছে। চিনিও ব্যাপক মজুদ রয়েছে। এসব পণ্যে রমজানে কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, সরকার সিরিয়াস মনিটরিংয়ের মধ্যে আছে। কোন বাজারে বেশি মূল্য রাখা হলেই সরকার বাজার কমিটি বাতিল করবে। একই সাথে দাম বেশি নেওয়া প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করবে সরকার। আমরা চাই না রোজায় দাম বেশি নেওয়ার কারণে কেন ব্যবসায়ীর লাইসেন্স বাতিল হোক বা কাউকে আটক করা হোক।
তাই সবাই সক্রিয় ও সহনশীল থাকবো। দুবাইতে গরুর মাংস ৫০০ টাকা। আমাদের দেশে সেই দাম ৮০০ টাকা। তাহলে আমাদের উচিৎ আমদানি করা। আমদানি করলে মাংসের দাম অনেক কম পড়বে।
ব্যবসায়ীদের বেশি মুনাফা না করার আহ্বান জানিয়ে মো. জসিম উদ্দিন বলেন, আপনাদের সমস্যা থাকতে পারে, তবে সমস্যাটি আমাদের জানাবেন। আমাদের সেলে জানান আমরা সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের টিমও বাজার মনিটরিং এ থাকবে। বাজারে খেজুর চাহিদার তুলনায় বেশি আছে। বাজারে চাহিদার পর্যাপ্ত রয়েছে ছোলা, পামওয়েল, সয়াবিনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।
এছাড়া রমজানে ব্যবসায়ীদের বাজার স্থিতিশীল রাখতে এফবিসিসিআই সভাপতি অনুরোধ জানান। তিনি বলেন, রমজানে ধর্মীয় অনুভূতির ব্যাপার রয়েছে। তাই আপনারা বাজারে কোনো অস্থিরতা তৈরি করবেন না। অন্তত রমজান মাসে আপনারা সহযোগিতা করবেন।
এফবিসিসিআই’র পরিচালনা পর্ষদের সদস্য, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতিসহ রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারের ব্যবসায়ীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
বাংলাদেশ বিমানের সার্ভার হ্যাক, বিপুল পরিমাণ অর্থ দাবি

হ্যাকারদের দখলে চলে গেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার। গত পাঁচদিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনো সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৭ মার্চ) বিমান বাংলাদেশের মেইল সার্ভার র্যানসমওয়্যারের মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হয়। র্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার, যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
সার্ভারটি ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে ১০ দিন সময় বেধে দিয়েছে হ্যাকাররা। বিপুল পরিমাণ অর্থ না দেওয়া হলে হ্যাকাররা সব তথ্য ফাঁস করে দেওয়ারও হুমকি দিয়েছে।
এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।
জানা গেছে, সার্ভার হ্যাক হওয়ায় প্রতিষ্ঠানটির নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। এ ঘটনায় ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
যেভাবে ‘পালঙ্কী’ থেকে নাম বদলে ‘কক্সবাজার’

ডুলহাজারা অর্থ হাজার পালঙ্কী। মুঘলদের পরে ত্রিপুরা, আরকান তারপর পর্তুগিজ ও ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। আর কক্সবাজার নামটি আসে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। তার আগে কক্সবাজারের নাম ছিল পালঙ্কী।