আম্পায়ারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে বাংলাদেশ

আম্পায়ারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে বাংলাদেশ
প্রোটিয়া ক্রিকেটারদের অতিশয় মাত্রার স্লেজিং এবং মাঠের দুই আম্পায়ারের পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে বাংলাদেশ। ইতিমধ্যে আম্পায়ারিং নিয়ে একটি অভিযোগ করা হয়েছে, আরেকটি অভিযোগ করা হবে স্লেজিং নিয়ে।

বাংলাদেশের ক্রিকেটারদের মতে, মাঠে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের স্লেজিংয়ের বিষয়ে করা অভিযোগুলো আমলেই নেননি আম্পায়াররা। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটারদের সামান্য প্রতিক্রিয়াতে বারবার হুশিয়ারি দিচ্ছিলেন মাঠে থাকা মারাইস এরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টোক।

এছাড়াও আম্পায়ারিংয়ের সিদ্ধান্তের ক্ষেত্রেও স্পষ্ট ছিল স্বাগতিকদের দিকে পক্ষপাতিত্ব। মাঠের আম্পায়ারের দেওয়া বেশ কয়েকটি সিদ্ধান্ত রিভিউ নিয়ে নিজেদের পক্ষে এনেছে বাংলাদেশ। এছাড়া আম্পায়ার্স কলের কারণেও হতাশ হতে হয়েছে মুমিনুলদের। তাই এসব নিয়েই করা হবে অভিযোগ।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিক করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওয়ানডে সিরিজের পর বিষয়গুলো নিয়ে অভিযোগ করা হয়েছে। আর ডারবান টেস্টের পর দ্বিতীয়বারের মতো আবারো অভিযোগ করা হবে।

জালাল বলেছেন, “ওয়ানডে সিরিজ শেষে আমরা আম্পায়ারিং নিয়ে একটি অভিযোগ করেছি। তখন ম্যাচ রেফারি প্রাথমিকভাবে আমাদের টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে খারাপ ব্যাবহার করেছিল। তবে লিখিত অভিযোগ দেওয়ার পর সে কিছুটা নরম হয়। আমরা আরেকটি আনুষ্ঠানিক অভিযোগ করবো প্রথম টেস্টের পর।”

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়