প্রথম রমজানে সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রথম রমজানে সূচকের উত্থানে লেনদেন শেষ
পবিত্র রমজানের মাসের প্রথম দিন রবিবার (০৩ এপ্রিল) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার অংকে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৮০ কোটি ৩২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকার।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭১ পয়েন্টে।

ইসলামী শরীয়াহ ভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ২.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭০ পয়েন্টে।

এবং বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএস৩০’ সূচক ১৩.৯৬ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির বা ৩৪.০৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৯৫টির বা ৫১.৪৫ শতাংশের এবং ৫৫টি বা ১৪.৫০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭০.৩১ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮১৯.১৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। আজ সিএসইতে ১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত