করোনার বিষয়ে ট্রাম্পকে ১২ বার সতর্ক করা হয়েছিল

করোনার বিষয়ে ট্রাম্পকে ১২ বার সতর্ক করা হয়েছিল
করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্তত ১২ বার সতর্ক করেছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ।

দেশটির জাতীয় দৈনিক ওয়াশিংটন পোস্ট সূত্রের বরাতে বৃহস্পতিবারের এক অনলাইন প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

করোনার প্রাদুর্ভাব শুরুর দিকে ভাইরাসটির ভয়াবহতা নিয়ে উদাসীন থাকার অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে। অনেক বিশেষজ্ঞ বলছেন, আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে গড়িমসি করার কারণে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে সেই অভিযোগ জোরালো হলো।

মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হচ্ছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে করোনাভাইরাসের ভয়াবহ ক্ষতি সাধনের সক্ষমতা নিয়ে ট্রাম্পের কাছে কমপক্ষে ১২টি প্রতিবেদন দিয়েছিল সিআইএ। কিন্তু সেই সতর্কবার্তায় আমলে না নিয়ে তা হেলায় উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি। কিন্তু করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির ১০ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৬২ হাজারের বেশি কোভিড-১৯ রোগী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া