ঋণ সহায়তা চেয়ে ২৮০০ আইনজীবীর আবেদন

ঋণ সহায়তা চেয়ে ২৮০০ আইনজীবীর আবেদন
করোনা পরিস্থিতিতে ঋণ সহায়তার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আবেদন করেছেন প্রায় দুই হাজার ৮০০-এর অধিক আইনজীবী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘ঋণ দেওয়ার জন্য এখন আমরা পরবর্তী প্রক্রিয়া শুরু করবো। আবেদন যাচাই-বছাই করে দেখবো। আমাদের কমিটির পক্ষ থেকে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হবে। তারপর প্রয়োজনীয়তা অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সুপ্রিম কোর্টে প্রায় ১০ হাজার আইনজীবী সদস্য রয়েছেন। তাদের মধ্যে করোনা পরিস্থিতিতে সংকটে থাকাদের আর্থিক সহায়তা হিসেবে সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির এক সভা শেষে গত ১৫ এপ্রিল এই ঘোষণা দেওয়া হয়। যার ধারাবাহিকতায় আইনজীবীরা সুদমুক্ত ঋণ সহায়তা চেয়ে আবেদন জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শ্রম আদালতে যাচ্ছেন ড. ইউনূস
ন্যায়বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে
বিচারপতির বাসভবনে ১১ জন প্রধান বিচারপতি
প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিল চেয়ে রিটের শুনানি আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধ
ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই
হাইকোর্টে ৫২ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
আইন কমিশনের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মারা গেছেন
অপ্রয়োজনীয় সিজার বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ