জার্মানিতে একদিনে মৃত্যু ১৭৩, আক্রান্ত ১৪৭৮

জার্মানিতে একদিনে মৃত্যু ১৭৩, আক্রান্ত ১৪৭৮
সময়ের সঙ্গে সঙ্গে জার্মানিতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত ও মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। বৃহস্পতিবার দেশটির সংক্রামক রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউট জানিয়েছে, নতুন করে আরও ১ হাজার ৪৭৮ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১১৯। সংস্থাটি আরও জানিয়েছে, নতুন করে আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে।

ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ২৮৮ জন। তবে ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৫৩৯।

অপরদিকে মারা গেছে ৬ হাজার ৪৬৭ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৩ হাজার ৫শ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৩১ হাজার ৫৭২। তবে ২ হাজার ৪১৫ জনের অবস্থা এখনও গুরুতর।

৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাদুর্ভাব হওয়া এই প্রাণঘাতী ভাইরাস এখন বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৩২ লাখ ২১ হাজার ২৯ জন। করোনায় প্রাণ হারিয়েছে ২ লাখ ২৮ হাজার ২৫২ জন। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫ হাজার ৭৯ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া